আর মাত্র কয়েক ঘণ্টা, তারপর ইংরেজি নতুন বছরের দিন গণনা শুরু হবে। তার আগে ২০১৭ সালের ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা একাদশ গঠনের তোড়জোর শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। এরই ধারাবাহিকতায় টেস্টের সেরা একাদশ গঠন করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই তালিকায় উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন সদ্য টেস্টের নেতৃত্ব হারানো মুশফিকুর রহিম।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়, ২০১৭ সালটি ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তির বছর। সেখানে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে যোগ্য অবদান রাখেন মুশফিকুর রহিম। কুইন্টন ডি কক ১২ ম্যাচে ৫০টি ডিসমিস্যাল করলেও ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকের সাহায্যে ১৬ ম্যাচে ৫৪.৭১ গড়ে ৭৭৬ রান করে প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন মুশফিক।
অন্যদিকে, মুশফিকের চেয়ে ৭ রান বেশি করে নিরোশান ডিকোলাকে তালিকায় যোগ্য মনে হয়নি। এর কারণ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে বলা হয়েছে, ডিকোলার গড় রান মুশফিকের চেয়ে ১৬ কম। এখানেই এগিয়ে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক।
মুশফিক ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার করা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে ১৪ ইনিংসে ব্যাট করে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকের সাহায্যে ৪৭.৫০ গড়ে ৬৬৫ রান করেন সাকিব। তালিকায় স্থান দেওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসটারও কথা উল্লেখ করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ক্যাগিসো রাবাদা, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন।
সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব