ভারত-দক্ষিণ আফ্রিকা ৩ টেস্ট সিরিজের দ্বৈরথ শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি। এর আগে দুই দলই সতর্ক। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ইতিহাস বলে, দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনোই সিরিজ জেতেনি বর্তমানে আইসিসিরি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। তাই বলে সিরিজটা মোটেও সহজভাবে নিচ্ছে না ভারতের চেয়ে মাত্র ১৩ রেটিং পয়েন্ট পিছিয়ে থাকা প্রোটিয়াদের।
এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের গাল্ফ নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ২৮ বছর বয়সী ডেভিড মিলার বলেন, ‘ভারত খুবই ভালো খেলছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। আবার দুর্দান্ত ভারতের মুখোমুখি হওয়াও দক্ষিণ আফ্রিকার জন্য চ্যালেঞ্জের। দীর্ঘদিন ভারত নিজেদের দেশের বাইরে খেলেনি, তাই সফরটা সহজ হবে না তাদের জন্য।’
বাঁহাতি মিলার আরও জানিয়েছেন, ‘‘বড় সিরিজ খেলাটা সবসময়ই রোমাঞ্চকর। ভারতের মতো দেশের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু, তারপর ওয়ানডে সিরিজ খেলাটা খুবই ‘স্পেশাল’। আমি নিশ্চিত, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দক্ষিণ আফ্রিকার দলের পক্ষ থেকে আমরা সবাই প্রস্তুত।’’
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ