নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। বুধবার নেলসনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ১২০ রানে হারিয়েছে উপমহাদেশের দলটি।
টসের বিপরীতে আগে ব্যাটিং করে দুই ওপেনার আজহার আলী ও ফখর জামানের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২০৬ রান যোগ করেন তারা। এজন্য তারা মোকাবেলা করেন ১৭৪ বল।
৮টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১০৪ রান করে আহত অবসর নেন আজহার। অন্যপ্রান্তে ১২টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করে আহত অবসর নেন ফখরও। এছাড়া দলের পক্ষে হাসান আলী ৩৬ ও শাহদাব খান ২৪ রান করেন।
জবাবে ২২১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড একাদশ। এই দলের পক্ষে মাইকেল ডেভিডসন সর্বোচ্চ ৫৪ রান করেন। পাকিস্তানের শাহদাব খান ৪টি উইকেট নেন।
আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম