অ্যাশেজ সিরিজে প্রথম তিন টেস্ট হারের পর মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে অ্যালিস্টার কুকের নৈপুণ্যে শেষ পর্যন্ত টেস্টটি ড্র করেছে ইংলিশরা। বৃহস্পতিবার সিডনিতে অ্যাশেজের শেষ টেস্ট। তাই এই টেস্টে জয়ের জন্য মুখিয়ে আছে টিম ইংল্যান্ড।
পাঁচ ম্যাচের সিরিজে এখন একটি জয় তুলে নিয়ে ফল ৩-১ করতে পারলে সেটি অনেক বড় পাওয়াই হবে বলে মনে করছেন রুট। সংবাদ মাধ্যমকে রুট ২০২১ অ্যাশেজেও অধিনায়কত্ব করার ইচ্ছার কথা জানিয়ে বলেন, 'এটা (জয়) খুবই জরুরি... আমরা যদি অন্তত একটি জয় পেতে পারি তবে তা পরের চার বছরের জন্য বড় অর্জন হবে।'
অ্যাশেজের পুরো সিরিজটাই খারাপ কেটেছে ইংলিশদের। প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ১২০ রান ও তৃতীয় টেস্টে ইনিংস ও ৪১ রানে জয় পায় স্বাগতিকরা। চতুর্থ টেস্টে এসে নিজেদের খুঁজে পায় ইংলিশরা। তবে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
বাংলাদেশ সময় টেস্টটি শুরু হবে ভোর সাড়ে ৫টায়।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ