ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও আর্সেনালের মধ্যকার ম্যাচটি রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয়েছে। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মুখোমুখি লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে তারা। গত সেপ্টেম্বরে চেলসির মাঠে প্রথম দেখায় গোলশূন্য ড্র করে ফিরেছিল আর্সেনাল।
বুধবার এমিরেটস স্টেডিয়ামে লিগের রোমাঞ্চকর ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াই। তবে ৬৩তম মিনিটে এসে বাঁ দিক থেকে জোরালো শটে আর্সেনালের পক্ষে প্রথম গোল করেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। তবে এই আনন্দ চার মিনিট পরই সফল স্পট কিকে কেড়ে নেন হ্যাজার্ড। বেলজিয়ামের এই মিডফিল্ডার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটা পেয়েছিল চেলসি।
৮৪তম মিনিটে ডান দিক থেকে ইতালিয়ান ডিফেন্ডার জাপ্পাকোস্তার পাস পেয়ে স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসোর করা গোলে চেলসির জয়ের আশা জেগেছিল। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হেক্তর বেল্লেরিনের গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
২২ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৩৯ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম