ইতালির তাস্কানিতে স্বপ্নের বিয়ে, ভারতে ফিরে দুটো জমকালো রিসেপশন পর্বের পর দক্ষিণ আফ্রিকা সফর। ভক্তদের অভিনন্দন বন্যায় ভেসে যাচ্ছিলেন বিরাট-আনুশকা। ঠিকই চলছিল সব কিছু। হঠাৎই বদলে গেল চিত্রটা।
শুক্রবার কেপটাউন টেস্টের প্রথম দিন মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর এরপরই সমর্থকদের নিশানায় এই তারকা যুগল। একই সঙ্গে বিরাট এবং আনুশকাকে ট্রোল করে একের পর টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা।
আনুশকা-বিরাটের কথোপকথনের একটা কাল্পনিক অংশ তুলে ধরে টুইট করেন একজন। তাতে আনুশকাকে বলতে দেখা যায়, “বিরাট, আমরা দ্বিতীয় হনিমুনে কোথায় যাব? উত্তরে বিরাট বলেন, অবশ্যই ভারতে কোথাও। দেশের বাইরে আমি তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না।”
কোহালির হানিমুনের প্রসঙ্গ তুলে এক জন লেখেন, “সরকারি ভাবে কোহালির হানিমুন শেষ হল।” কেউ লেখেন, কোহালির অফ স্টাম্পের বাইরের বলের সঙ্গে ফ্লার্ট করা দেখে আনুশকা নাকি এতটাই বিরক্ত যে, তিনি বিচ্ছেদ চাইছেন।
এক ভারতীয় সমর্থক লেখেন, “এটাই সত্যি যে বিরাট কোহালি পুরো সিরিজেই কম রান করবে এবং পুরো সিরিজে আনুশকা শর্মা গালি খাবে।”
বিরাটের রান না পাওয়ায় আনুশকাকে নিশানা করার প্রবণতা অবশ্য নতুন নয়। বিশ্বকাপ সেমিফাইনালে রান না পাওয়ায় ট্রোলড হতে হয় আনুশকাকে। তবে প্রতিবারই আনুশকার পাশে দাঁড়িয়েছেন বিরাট।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর