জিম্বাবুয়ের জার্সিতে প্রায় তিন বছর পর মাঠে নামবেন এক সময়ের দুর্দান্ত ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। আর পাঁচ বছর পর দেখা যাবে ফাস্ট বোলার কাইল জার্ভিসকে। বাংলাদেশে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে জায়গা করে নিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার।
টেইলর ২০১৫ সালে বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের রঙ্গিন পোশাকে খেলেছিলেন। আর জার্ভিস তো ২০১৩ সালে! এরা দু’জনেই দেশের অর্থনৈতিক সংকটের কারণে ইংল্যান্ডে কলপাক চুক্তিতে খেলেছিলেন।
এদিকে দুই নতুন চমক হলেন, ২০ বছর বয়সী লেগস্পিন অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে।
জিম্বাবুয়ে দল
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমান মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারবানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অন্য দলটি হলো শ্রীলঙ্কা। আগামী ১৫ জানুয়ারি থেকে সিরিজটি শুরু হবে।
বিডি প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ