২০১৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি সূত্র। যদিও এখনো অফিসিয়ালি কিছুই চূড়ান্ত করা হয়নি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো দিন নির্ধারিত হয়নি। সেই বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে এই ভাবনা থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল করার চিন্তা ভাবনা চালাচ্ছে বিসিসিআই।
তবে সব কিছুই এখনো আলোচনার পর্যায় আছে। এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআই এর নজরে এখন আইপিএলের একাদশ সংস্করণ।
দেশের বাইরে আইপিএল হওয়ার ঘটনা আগেও ঘটেছে। এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল আইপিএল এর দ্বিতীয় সংস্করণ। ২০১৪ সালেও দেশের বাইরে প্রথম দুই সপ্তাহ হয়েছিল আইপিএল। লোকসভা নির্বাচনের কারণে প্রথম দুই সপ্তাহ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
বিডিপ্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান