নেইমার চলে যাওয়ার পর থেকে দল গোছানোতে মরিয়া হয়ে উঠেছে বার্সা। কয়েকদিন আগেই কাতালান ক্লাবটি দলে ভিড়িয়েছে ফিলিপ কুতিনহোকে। আর এবার মাত্র ১১.৮ মিলিয়ন ইউরোতে কলম্বিয়ান ডিফেন্ডার জিরে মিনাকে দলে নিয়েছে ইউরোপের জায়ান্ট ক্লাবটি।
এ ব্যাপারে ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মিনা ইউরোপে ফুটবলার হিসেবে উন্নতির লক্ষ্যে বার্সেলোনায় এসেছেন। ডিফেন্ডার হিসেবে রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করাতেও বেশ পারদর্শী মিনা। দক্ষিণ আমেরিকায় অঞ্চলে ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোলদাতার মধ্যে তিনি অন্যতম।
পালমেইরাসে থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে মিনাকে দলে নিয়েছে বার্সেলোনা।
উল্লেখ্য, জাভিয়ের মাশ্চেরানো দীর্ঘদিন ধরে বার্সেলোনার রক্ষণভাগ আগলে রেখেছেন। গুঞ্জন রয়েছে চলতি ট্রান্সফার মৌসুমেই নাকি বার্সেলোনা ছেড়ে চাইনিজ ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, স্যামুয়েল উমতিতিও বার্সেলোনা ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ