পর্দার অ্যাভেঞ্জার্সদের সঙ্গে টেনিস কোর্ট মাতালেন বাস্তবের সুপার হিরো৷ ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার বাস্তবিক অর্থেই টেনিস সার্কিটে সুপার হিরোর মর্যাদা পান৷ আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির ফাঁকে সেই ফেদেরারকেই দেখা গেল স্পাইডার ম্যান, থরদের সঙ্গে টেনিস খেলতে৷
‘অ্যানুয়াল কিডস টেনিস ডে’ উদযাপণে মজাদার প্রদর্শনী টেনিসের আয়োজন করেছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ৷ যেখানে স্পাইডারম্যান-থরসহ অ্যাভেঞ্জার্সদের সাজে বহুরূপীরা ব়্যাকেট হাতে নিয়েছিলেন ফেদেরারদের সঙ্গে৷
ডাবলস ম্যাচে ফেদেরারের সঙ্গী ছিলেন স্পাইডারম্যান৷ কোর্টের অপর প্রান্তে মিলোস রাওনিচের সঙ্গে জুটি বেঁধেছিলেন থর৷ পরে এই প্রদর্শনী টেনিস ম্যাচে অংশ নেন নোভাক জকোভিচ ও ক্যারোলিন ওজনিয়াকি৷
রজারদের সঙ্গে বিভিন্ন মজাদার খেলায় অংশ নিয়েছিল শিশুরা৷ এই ইভেন্টের জন্য স্টেডিয়ামে ঢোকার আলাদা কোনও টিকিট ধার্য্য করা হয়নি৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর