ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
এদিকে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে।
এক্ষেত্রে সিনিয়রদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। দিতে হবে সামনে থেকে নেতৃত্ব। আর ঘরের মাঠে জয়ের ধারবাহিকতা ধরে রেখে আরও শক্তিশালী রূপে আবির্ভাব হবে টাইগারদের- এমনটাই প্রত্যাশা ভক্তদের।
প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফির, 'সবার মত আমাদেরও একই প্রত্যাশা। আমরা অবশ্যই জিততে চাই এবং ভালোভাবে জিততে চাই। আমরা ভালো ক্রিকেট খেলতেই মাঠে নামব।'
জিম্বাবুয়ে স্কোয়াড
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।
প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ