টানা দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানের বড় ব্যবধানে হারানোর পর আজ সোমবার কানাডাকে ৬৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
এদিন, নিউজিল্যান্ডের লিঙ্কনে টস হেরে প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ২৬৪ রান করে বাংলাদেশ। এছাড়া গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৪৭ এবং অলরাউন্ডার আফিফ হোসেন ৫০ রান করেন। জবাবে ৩ বল বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে যায় কানাডা। দেশটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক আর্সলান খান।
বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন একাই নেন পাঁচ উইকেট। ফলে ব্যাট-বলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
পয়েন্ট টেবিলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচ খেলা ইংল্যান্ড ২ পয়েন্টে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচেই হারের লজ্জায় নামিবিয়া। কানাডার সামনে সুপার লিগে টিকে থাকার লড়াই। আগামী ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ-ইংল্যান্ড ও কানাডা-নামিবিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। দু’দিন পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও কানাডা।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব