মেলবোর্ন টেস্টে ভারতের কাছে হারের জন্য অজি সংবাদমাধ্যম থেকে শুরু করে সমর্থকেরা দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখলেও অর্যরকম মত দিলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি মনে করছেন, ব্যাটসম্যানদের পাশাপাশি দলের বোলাররাও পরাজয়ের জন্য দায়ী। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের দুই জোরে বোলার মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউডকে।
বোলারদের পরিসংখ্যান তুলে ধরে ওয়ার্ন বলেছেন, ‘বিপক্ষের ১ থেকে ৬ নম্বর ব্যাটসম্যানদের বিরুদ্ধে ১০ ম্যাচে মিচেল স্টার্কের উইকেট ১৭টি, গড় ৪৭। জোস হ্যাজেলউড পেয়েছে ১৮ উইকেট, গড় ৪০। নাথান লায়নের ২৯ উইকেট, গড় ৪৩। প্যাট কামিন্স পেয়েছে ৩০ উইকেট, গড় ২৩। দল যদি টসে হারে আর বিপক্ষ যদি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে তো শুরুতে বিপক্ষের ব্যাটসম্যানদের আউট করার দায়িত্ব নিতে হবে। আমাদের নতুন বলের দুই জোরে বোলার মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউডের গড় ৪৭ ও ৪০। এটা কিন্তু ভাল নয়, যথেষ্টও নয়। অথচ অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাককে বলা হচ্ছে বিশ্বের সেরা বোলিং অ্যাটাক।’
স্টার্কদের বোলিংয়ে যে তিনি সন্তুষ্ট নন, ওয়ার্নের কথাতেই পরিষ্কার, ‘আমি মনে করি না ওরা ভাল বোলিং করেছে। ওদের সেই ছন্দ কোথায় গেল?’
বোলারদের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘জোরে বোলাররা কীভাবে প্রস্তুতি নিচ্ছে, ক্রিকেট বোর্ডের তা অবশ্যই পরীক্ষা করা উচিত। ওরা কি সঠিক পথে প্রস্তুতি নিয়েছে? প্রতিযোগিতামূলক ক্রিকেটে কি যথেষ্ট বোলিং করেছে?’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ