এশিয়ার ক্লাবে খেললেও আগামী চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রথমে শুনে অসম্ভব মনে হলেও এর মাঝে একটা যদি কিন্তুর হিসেব আছে।
সৌদি ক্লাব আল নাসেরের সাথে দুই বছরের চুক্তি রোনালদোর। ২০২৫ পর্যন্ত তিনি সৌদি আরবের ক্লাবটিতেই থাকবেন, সেটাই স্বাভাবিক। তবে আগামী মৌসুমে রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তিনি পেতেও পারেন। আল নাসেরে চুক্তির একটি শর্ত এ রকমই। সেই শর্ত পূরণ করে রোনালদোর আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতেও পারেন।
আল নাসেরের মালিকানা সৌদি আরাবিয়ান পাবলিক ইনভেস্টমেন্ট তহবিল। ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলের মালিকানাও তাদের। আর সেই সূত্র ধরেই রোনালদো চ্যাম্পিয়নস লিগে খেলার পেতে পারেন।
আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তির একটি শর্তানুযায়ী। নিউক্যাসল যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়, তাহলে এই পর্তুগিজ ফুটবলার ইংলিশ ক্লাবটিতে ধারে খেলতে যেতে পারবেন।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ আর সর্বোচ্চ গোলের রের্কড দুটি এখনো রোনালদোর দখলে। ১৮৩ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৪০টি।
বিডি প্রতিদিন/নাজমুল