সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরইমধ্যে দেশটিতে পৌঁছেও গেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা।
রোনালদোর মতো একজন ফুটবলারকে পেয়ে ক্লাবটির কোচ গার্সিয়াও বেশ উচ্ছ্বসিত। তাই মঙ্গলবার সন্ধ্যার পরিচিতি অনুষ্ঠানের আগে আল নাসেরের কোচ বললেন, পর্তুগাল অধিনায়ককে নতুন দলে মানিয়ে নিতে সাহায্য করাই তাদের লক্ষ্য। গার্সিয়ার বিশ্বাস সৌদি আরবের ফুটবলের উন্নতিতে অবদান রাখবেন পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ ফুটবলার।
গার্সিয়া বলেছেন, রোনালদোর মাপের একজন খেলোয়াড়কে দলে টানা অসাধারণ ব্যাপার এবং এটি সৌদি ফুটবলের উন্নয়নে অবদান রাখবে।
রোনালদোকে ঘরের মাঠ মিসুল পার্কে সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। যেখানে ২৫ হাজার ভক্ত উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮১৯ গোল করেছে রোনালদো।
বিডি প্রতিদিন/নাজমুল