করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের যাত্রা থেমেছে ৪৪৯ রানে। জবাবে ৪৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) করাচিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৯৫ রানে পিছিয়ে আছে বাবর আজমের দল।
প্রথম দিনে ব্যাটে এসে কিউইরা ৬ উইকেটে ৩০৯ রান করে। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই নাসিম শাহের বলে বোল্ড হন ইশ সোদি। তিনি ১১ রানে আউট হলেও, অর্ধশতক তুলে নেন টম ব্লানডেল। ৫১ রানের ইনিংস খেলে ব্লানডেল ক্লিন বোল্ড হন আবরার আহমেদের বলে।
৩৪০ রানে ৮ উইকেট হারিয়ে ব্লাক ক্যাপসদের ব্যাটিং ইনিংস নিভুনিভু করছিল। ৩৪৫ রানে টিম সাউদি আউট হলে স্পষ্ট হয়ে ওঠে ইনিংসের ভবিষ্যৎ। তবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলেন শেষ উইকেটে ব্যাটে নামা ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল। টেস্ট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেন এ দুই ব্যাটার।
এজাজ ও হেনরি মিলে ১৪৯ বলে ১০৪ রানের জুটি গড়েন। তাতে ভর করে আসে ৪৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। ৩৫ রানে ব্যাট করা এজাজকে গুগলির ভেলকিতে ফেলে আউট করেন আবরার। হেনরি অপরাজিত থাকেন ৬৮ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন আবরার আহমেদ। ৩টি করে পেয়েছেন নাসিম শাহ ও আগা সালমান।
জবাবে ব্যাটে নেমে প্রথম ইনিংসের ভিত মেরামত করতে পারেননি পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের দলীয় ২৭ রানে হেনরির শিকার হন আব্দুল্লাহ। ১৯ রান করে এজাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যর্থ হয়েছেন টপঅর্ডার শান মাসুদও। ২০ রানে ব্যাট করা শান মাসুদকে আউট করেন এজাজ। ১১তম ওভারের শেষ বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপরে উইকেটে স্থির হয়ে ব্যাটিং করছিলেন অধিনায়ক বাবর আজম। তবে ২৪.২ ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে তিন রান নিতে গিয়ে আউট হন বাবর। ২৪ রানে থামে তার ইনিংস। তবে ওপেনার ইমাম-উল-হকের কল্যাণে সচল থেকেছে স্কোরবোর্ড। দ্বিতীয় দিন শেষ করার আগে সৌদ শাকিলকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েছেন তিনি। ইমাম ৭৪ ও শাকিল ১৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ