দিনের শেষ বেলায় পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়ে করাচি টেস্ট জমিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় বা শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩১৯ রান। কিন্তু বৃহস্পতিবার চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
স্কোর বোর্ডে কোনো রান যোগ না হতেই আউট হয়ে ফিরে গেছেন পাকিস্তানের দুই ব্যাটার ওপেনার আবদুল্লাহ শফিক ও মির হামজা। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে শূন্য রান। শেষদিনে শুক্রবার জয়ের জন্য ৩১৯ রান করতে হবে স্বাগতিকদের। আর সফরকারীদের তুলে নিতে হবে ৮ উইকেট।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪৪৯ রানের বিপরীতে তৃতীয় দিন পর্যন্ত ৯ উইকেটে ৪০৭ রান তুলেছিল পাকিস্তান। চতুর্থ দিন সকালে এক ওভার ব্যাট করে এক রান যোগ করে অলআউট হয় পাকিস্তান। ফলে ৪০৮ রানে থামে দলটির প্রথম ইনিংস। নিউজিল্যান্ড লিড পায় ৪১ রানের।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৫ রানে ডেভন কনওয়ের উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় উইকেটে হাল ধরেন কেইন উইলিয়ামসন ও ল্যাথাম। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক না পারলেও ঠিকই ফিফটি তুলে নেন ল্যাথাম। এরপর ব্লান্ডেল ও ব্রেসওয়েলের জোড়া ফিফটিতে ৫ উইকেটে ২৭৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/এমআই