অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থে আগামী ১৪ ডিসেম্বর পাকিস্তানের প্রথম টেস্ট। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। ডান পায়ে চোট পেয়েছেন স্পিনার আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের সঙ্গে ক্যানবেরায় চলমান প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় প্রথম টেস্টে ২৫ বছর বয়সী স্পিনারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শনিবার তার পায়ে এমআরআই স্ক্যান করানোর কথা রয়েছে। সেখানে তার চোট যদি গুরুতর বলে ধরা পড়ে, প্রথম টেস্ট থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন আবরার
মাত্র দুজন স্পিনার স্কোয়াডে রেখে অস্ট্রেলিয়া সফরে এসেছে পাকিস্তান। আবরার ছাড়া দলে আছেন বাঁহাতি স্পিনার নোমান আলী।
৬ টেস্টে ৩৮ উইকেট নেওয়া আবরার পাকিস্তানের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। সে কারণে স্পিন আক্রমণের প্রধান ভরসা ছিলেন আবরারই। চোট গুরুতর হলে সিরিজ থেকেও তার ছিটকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এমআই