অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক গত আসরে আইপিএলের নিলামে ঝড় তুলেছিলেন। ২৪.৭৫ কোটি রুপিতে নাম লেখানোর পর কলকাতা নাইট রাইডার্সের প্রথম কয়েক ম্যাচে তিনি রান বিলিয়েছেন হাত খুলে। যদিও শিরোপাজয়ী কলকাতার ফাইনালে নিজের ঝলক দেখান স্টার্ক।
চলমান আইপিএলে বাঁ-হাতি এই পেসারকে আগের চেয়ে ১৩ কোটি রুপি কম দামে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তাদের হয়েই তিনি রান খরচের বিব্রতকর রেকর্ড গড়েছেন স্টার্ক।
দিল্লির জার্সিতে অবশ্য এবারের আইপিএলটা খারাপ কাটছে অজি এই তারকা পেসারের। আগের তিন ম্যাচ মিলিয়ে তিনি ৯টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ফাইফার নেন এক ম্যাচে। তবে তার সেই ছন্দপতন হলো গতকাল (বৃহস্পতিবার)। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের রাতে স্টার্ক ইনিংসের তৃতীয় ওভারেই দিয়েছেন ৩০ রান। দিল্লির দ্বিতীয় বোলার হিসেবে তিনি আইপিএলে ৩০ বা এর বেশি রান খরচ করলেন। যদিও টুর্নামেন্টটির এক ওভারে সর্বোচ্চ রান খরচের তালিকায় তার ওপরে আছেন আরও ৭ জন।
আগে ব্যাট করতে নেমে শুরুতে রীতিমতো ঝড় তুলেছিল বেঙ্গালুরু। মাত্র ৩ ওভারেই তারা কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে। এর মধ্যে তৃতীয় ওভারেই আসে ৩০ রান। স্টার্কের করা সেই ওভারে ২টি ছক্কা ও ৩টি চার মারেন ফিল সল্ট। এ ছাড়া আরেকটি চার হয় লেগবিফোর হয়ে। যদিও ম্যাচের অন্য ওভারগুলোয় বিব্রতকর কিছুর মুখোমুখি হতে হয়নি স্টার্ককে। বাকি ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৫ রান। সবমিলিয়ে ৩ ওভারে ৩৫ রান খরচায় স্টার্ক ছিলেন উইকেটশূন্য। অথচ ম্যাচটিতে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারতেন এই তারকা।
এর আগে দিল্লি জার্সিতে সর্বোচ্চ ৩২ রান খরচ করার রেকর্ড গড়েছিলেন এনরিখ নরকিয়া। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড তাকে সেই তিক্ত স্বাদ দিয়েছিলেন। প্রোটিয়া তারকা নরকিয়া চলতি আসরে খেলছেন কলকাতার হয়ে। অবশ্য স্টার্ক-নরকিয়াদের চেয়েও আইপিএলের এক ওভারে আরও বেশি রান দেওয়ার নজির রয়েছে।
ভারতীয় এই টুর্নামেন্টে এক ওভারে সর্বোচ্চ সমান ৩৭ রান খরচের রেকর্ড রয়েছে দুজনের। ২০১১ আসরে প্রশান্ত পরমেশ্বরন (ব্যাটার ক্রিস গেইল) এবং ২০২১ আইপিএলে হার্শাল প্যাটেল (ব্যাটার রবীন্দ্র জাদেজা) বিব্রতকর সেই কীর্তিতে নাম লেখান। এরপর ২০২২ সালে ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান নেন প্যাট কামিন্স। পারভিন্দর আওয়ানার এক ওভারে সুরেশ রায়না (২০১৪) এবং রবি বোপারার বলে মনোজ তিওয়ারি ও গেইল (২০১০) মিলে নিয়েছিলেন সমান ৩৩ রান করে। এ ছাড়া নরকিয়া ৩২, রাহুল শর্মা ৩১ এবং সর্বশেষ স্টার্ক ৩০ রান খরচ করলেন এক ওভারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ