আইসিসির মার্চ মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জর্জিয়া ভল। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুন খেলে মার্চ মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র চতুর্থ মাসেই নারী বিভাগের ‘মাসসেরা’ হয়ে চমক দেখিয়েছেন জর্জিয়া ভল। ২১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটার মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনটি অসাধারণ ইনিংস—৩১ বলে ৫০, ২০ বলে ৩৬ এবং ৫৭ বলে ৭৫ রান। সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয় তুলে নেয়।
ভল বলেন, 'এই পুরস্কার জিতে আমার প্রথম আন্তর্জাতিক গ্রীষ্মের অবিস্মরণীয় সমাপ্তি হলো। বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং ব্যক্তিগত পারফরম্যান্স আমাকে ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।'
নারী বিভাগে ভল পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ারই অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে। এই নিয়ে নারী ক্রিকেটে টানা চার মাস অস্ট্রেলিয়ানরাই মাসসেরা হওয়ার কৃতিত্ব দেখাল।
বিডি প্রতিদিন/মুসা