ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে বিশেষ সম্মাননা দিচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
ওয়াংখেড়ের একটি স্ট্যান্ড ভারত অধিনায়কের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু রোহিত নন, আরও দুটি স্ট্যান্ডেরও নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হবে ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকারের নামে। অন্যটি হবে এমসিএ’র সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামে।
এ সম্পর্কে এমসিএ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়ানখেড়ে স্টেডিয়ামে তিনটি স্ট্যান্ডের নামের অনুমোদন দেয়া এবারের এজিএমে অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা ছিল।’
স্টেডিয়ামের লেভেল ৩’এর দিভেচা প্যাভিলিয়নের নাম রোহিত শর্মার নামে এবং একই লেভেলের গ্র্যান্ড স্ট্যান্ড শারাদ পাওয়ারের নামে নামকরণ করা হবে। এছাড়া লেভেল ৪’এ হবে অজিত ওয়াদেকারের নামে।
বিডি প্রতিদিন/নাজিম