মাত্র ১১১ রান করেও জয়! শুনতে অবিশ্বাস্য মনে হলেও আইপিএলে এমন নাটকীয় জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। মঙ্গলবার (১৫ এপ্রিল) মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রেয়াস আইয়ারের দল। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
পাঞ্জাব কিংসের করা ১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল কলকাতা। ৬২ রানে ২ উইকেট তুলে জয়ের দিকেই এগোচ্ছিল তারা। কিন্তু সেই পথ আটকে দেন চাহাল। মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করে কলকাতাকে ধসিয়ে দেন এই স্পিনার।
এই ম্যাচেই চাহাল আইপিএলের আরেক কিংবদন্তি স্পিনার সুনীল নারিনের রেকর্ডে ভাগ বসান। ইনিংসে সবচেয়ে বেশি বার চার বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। আইপিএলে এটি চাহালের অষ্টমবার ৪ উইকেট শিকার।
এদিন তিনি সাজঘরে ফেরান কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে, সর্বোচ্চ রান করা অঙ্গকৃশ রঘুবংশী (২৮ বলে ৩৭), রিংকু সিং ও রমণদীপ সিংকে। তার স্পেলেই ম্যাচের মোড় ঘুরে যায়। কলকাতা ৩৩ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট।
বিডি প্রতিদিন/মুসা