বুরুশিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলা দুই দলই ঘরের মাঠে খেলেছিল অসাধারণ ফুটবল। কিন্তু, কোয়ার্টার ফাইনাল পেরুবার জন্য যথেষ্ট ছিল না সেটা। কোয়ার্টার ফাইনালে তাদের সরিয়ে আগেই সেমির টিকিট কেটেছিল বার্সেলোনা এবং পিএসজি। এবারে তাদের সঙ্গী হলো আর্সেনাল এবং ইন্টার মিলান।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্বপ্ন নষ্ট করে চ্যাম্পিয়ন্স লিগে ১৬ বছর পর সেমি নিশ্চিত করেছে আর্সেনাল। আর সান সিরোতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র ইন্টার মিলানকে নিয়ে গিয়েছে শেষ চারে।
বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান– এই চার দল থাকছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে চার লিগ থেকেই প্রতিনিধিত্ব থাকছে সেমি ফাইনালে। যেখানে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে আর বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের।
সেমির প্রথম লেগ:
ইন্টার মিলান বনাম বার্সেলোনা (২৯ এপ্রিল, রাত ১:০০ টা)
আর্সেনাল বনাম পিএসজি (৩০ এপ্রিল, রাত ১:০০ টা)
দ্বিতীয় লেগ:
বার্সেলোনা বনাম ইন্টার মিলান (৬ মে, রাত ১:০০ টা)
পিএসজি বনাম আর্সেনাল (৭ মে, রাত ১:০০ টা)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ