পৃথিবীর তিনজন নারী চিত্রশিল্পীকে 'ফিমেল আইকন' হিসেবে ধরা হয়। তাদের একজন হলেন ভারতের অমৃতা শেরগিল। অপর দুজন আমেরিকার জর্জিয়া ও ক্যাফে এবং মেক্সিকোর ফ্রিদা কাহলো। আজ শনিবার অমৃতা শেরগিলের ১০৩তম জন্মদিনে গুগল ডুডুলে স্থান পেয়েছে তার একটি চিত্রকর্ম। চিত্রটি তিন নারীর বসে থাকার ছবি। ভারতীয় নারী দুর্দশা থেকে এরা বেরিয়ে যেতে পারে না। গতানুগতিকভাবেই জীবন কাটাতে হয় তাদের। অমৃতার আঁকা অধিকাংশ ছবিতেই ফুটে উঠেছে ভারতের নিম্নবিত্ত মানুষদের অতিসাধারণ জীবনযাপনের কাহিনী।
১৯১৩ সালে জন্ম এই মহান শিল্পীর। অমৃতা শেরগিলের বাবা পাঞ্জাবি শিখ এবং মা হাঙ্গেরিয়ান জেয়ুইশ। কেউ কেউ তাকে ভারতের ফ্রিদা কাহলো বলেও অভিহিত করে থাকেন।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা