যুক্তরাষ্ট্রকে হটিয়ে স্মার্টফোনের দ্বিতীয় বৃহত্তম মার্কেটে পরিণত হয়েছে ভারত। বাজার গবেষণা প্রতিষ্ঠান 'কাউন্টারপয়েন্ট' এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল শেষে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটিতে। অর্থাৎ সব মিলিয়ে বিশ্বের মোট স্মার্টফোন বাজারের ২৩.৩ শতাংশই এখন দেশটির দখলে।
খবরে আরো বলা হয়, গত বছরের চতুর্থ প্রান্তিকে পূর্ববর্তঅ বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোন সরবরাহের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। আর পুরো বছরে সব মিলিয়ে স্মার্টফোন শিপমেন্টের পরিমাণ ছিল ১০ কোটি যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ। গত বছর ভারতে যে পরিমাণ মোবাইল ফোন বিক্রি হয়েছে, তার প্রায় অর্ধেকই ছিল ভারতের তৈরি। এর পাশাপাশি মোট বিক্রিত ফোনের মধ্যে প্রায় ৪০ শতাংশ ছিল স্মার্টফোন। ইন্টারনেটের মাধ্যমে ফোন বিক্রিতে গত বছর বিপ্লব ঘটেছিল বলা যায়। কারণ প্রতি তিনটি স্মার্টফোনের একটিই বিক্রি হয়েছিল অনলাইন মার্কেটপ্লেসে।
মোবাইল ফোন বিক্রির দিক থেকে ভারতে শীর্ষে আছে স্যামসাং। ফিচার ফোন কিংবা স্মার্টফোন, দুটিতেই শীর্ষস্থান ধরে রেখেছে কোম্পানিটি। দ্বিতীয় অবস্থানে আছে স্থানীয় ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। শীর্ষ পাঁচের বাকি তিনটি স্থান দখল করে আছে যথাক্রমে ইনটেক্স, লাভা এবং লেনোভো। খবর ইকোনোমিক টাইমস'র
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ