ফেসবুকে ঘৃণা, বিদ্বেষ ছড়ানো বক্তব্যের কোনো স্থান নেই বলে সাফ জানিয়ে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।
সম্প্রতি জার্মান সফরে যান জুকারবার্গ। এরপর দেশটির রাজধানী বার্লিনে টাউন হলেও আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঘৃণা ছড়ানো বার্তা যাতে আরও ভালভাবে নজরে রাখা ও ফেসবুক থেকে দ্রুত কিভাবে সরিয়ে দেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে তিনি সাংবাদিকদের অবিহিত করেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব