নাগরিক সেবায় তথ্যপ্রযুক্তি ও উন্নয়ন নিয়ে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পৃথকভাবে এটুআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জনগণের দোরগোড়ায় সেবা সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি, ই-লার্নিং, ইনোভেশন এবং সেবা পদ্ধতি সহজীকরণ নিয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করে।
চুক্তির আওতায় চারটি বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মসূচি বাস্তবায়ন এবং কৌশল নির্ধারণ করবে যা সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদফতরের সেবা সমূহ জনগণের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দিতে সহায়ক ভুমিকা রাখবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রায়োগিক ব্যবহার ও সম্প্রসারণ, গবেষণার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকল্প ধারণা তৈরি এবং তা বাস্তবায়নে তাদের অংশগ্রহণ ইত্যাদি নানা ক্ষেত্রে এটুআই এবং বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে কাজ করবে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে এটুআই প্রোগ্রামের অর্জনসমূহ এবং উদ্ভাবিত ইনোভেশন তাদের একাডেমিক কোর্সে অর্ন্তভূক্ত করবে। যা তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে দেশের সেবাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ চুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দক্ষমানব সম্পদ তৈরিতে অনুঘটক ও সহায়ক হিসেবে ও কাজ করবে।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ