মেসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপ'র জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। ব্যবহারকারী সারাদিনই নানা ধরনের মেসেজ বিনিময় করে থাকে হোয়াটস অ্যাপে। বিশেষ কিছু মেসেজ হোয়াটস অ্যাপে না পাঠানোই ভাল। জেনে নিন কোন ধরনের মেসেজ হোয়াটস অ্যাপে পাঠাবেন না।
- সকালে ঘুম ভাঙার পর কোনো বাচ্চা, একগুচ্ছ ফুল বা টেডি বেয়ারের ছবি দেওয়া গুড মর্নিং মেসেজ পাঠাবেন না। কারণ এ ধরনের মেসেজ বহুল ব্যবহৃত। প্রতিদিনই কেউ না কেউ এই মেসেজ পাঠায় বলে এতে নতুনত্ব তো থাকেই না; বরং বিরক্তি উৎপাদনের কারণ হয়ে দাঁড়াতে পারে।
- বীভৎস ও নৃশংস কোনো ছবি বা ভিডিও পাঠাবেন না। এতে আপনার ইমেজ খারাপ হতে পারে।
- ভয় পেতে পারে এমন কোনো মেসেজ বা ভিডিও দেবেন না। অধিকাংশ মানুষই এ ধরনের মেসেজ পেতে পছন্দ করেন না।
- কোনো ভীতিকর মেসেজ যেমন ‘‘আগামী আধ ঘণ্টার মধ্যেই প্রবল ভূমিকম্পে গোটা শহর তলিয়ে যাবে মাটির তলায়’’দেবেন না। এতে লোকের মনে অকারণ আতঙ্ক তৈরি হয়। তাই সত্যতা যাচাই না করে হুজুগে পড়ে এসব মেসেজ দেবেন না।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৬/ আফরোজ