স্বপ্ন নয়। বাস্তবেই পেতে পারেন এক টাকায় স্মার্টফোন! চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা জিওমি দিতে যাচ্ছে এমন আকর্ষণীয় অফার। ভারতে জিওমির দুই বছর পূর্তি উপলক্ষে ২০ জুলাই থেকে তিন দিন ধরে থাকবে নানান অফার।
স্মার্টফোন ছাড়াও অন্যান্য ইলেক্ট্রনিকস গেজেট পাবেন মাত্র এক টাকায়। প্রথম দিন জিওমির অফারে রয়েছে ১০টি জিওমি মি ফাইভ ও ১০০টি ২০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক। দ্বিতীয় দিন দেওয়া হবে ১০টি জিওমি রেডমি নোট থ্রি এবং ১০০টি মি ব্যান্ড। শেষ দিন থাকবে ১০টি জিওমি মি ম্যাক্স ও ১০০টি মি ব্লু টুথ।
এই অফার পেতে হলে ১৯ জুলাইয়ের মধ্যে জিওমির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেসবুকে শেয়ার করতে হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/হিমেল-০৬