মুখে বা হাতের তলায় থার্মোমিটার রেখে দেহের তাপমাত্রা দেখার দিন শেষ। ডিজিটাল যুগে চলে এল ডিজিটাল থার্মোমিটার। মোবাইল প্রস্তুকারি সংস্থা নোকিয়ার মালিকানাধীন একটি কোম্পানি এই ডিজিটাল থার্মোমিটার নিয়ে এসেছে। নতুন এই থার্মোমিটারের তারা নাম দিয়েছেন 'থার্মো'। সংস্থার দাবি এটি সবথেকে স্মার্ট থার্মোমিটার। তাদের দাবি দেহের তাপমাত্রাও একদম সঠিক বিচার করবে এই নতুন যন্ত্র।
বাজারে খুব শীঘ্রই লঞ্চ করবে এই ডিজি থার্মোমিটার। দেহ থেকে ১ সেন্টিমিটার দূরে রাখলেও কাজ করবে এই যন্ত্র। এতে ১৬ টি ইনফারেড সেন্সর রয়েছে যা মাত্র ২ সেকেন্ডে বলে দেবে সর্বোচ্চ তাপমাত্রা। যন্ত্রের থাকা রঙিন লেড ইন্ডিকেটরটি বলে দেবে দেহের তাপমাত্রার বিষয়ে। এই থার্মোমিটারের একটি অ্যাপও রয়েছে। থার্মো অ্যাপ নামক এই অ্যাপটি ডাউনলোড করলেই আপনার ফোনে চলে আসবে সমস্ত রিডিং। এছাড়া হেলথ অ্যাডভাইসও দেবে থার্মো, পাশাপাশি রয়েছে ওয়াই-ফাইয়ের ব্যবস্থাও।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-২৩