গুজবটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। সে গুজবই এবার সত্যি হতে যাচ্ছে। সব গুজবের অবসান ঘটিয়ে বাজারে আসছে নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড ফোন৷ নতুন খবর অনুযায়ী নোকিয়ার এই নতুন অ্যান্ড্রয়েড ফোন এই বছরের শেষেই বাজারে পাওয়া যাবে৷ জানা গেছে যে, Nokia C1 বা Nokia D1C নামেই বাজারে আসবে নোকিয়ার এই স্মার্টফোন৷
কিন্তু এর আগে নোকিয়ার এই স্মার্টফোনের ফিচার সম্পর্কাদি তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। তবে ফাঁস হওয়া ফিচারের সঙ্গে খানিক পার্থক্য রয়েছে নতুন এই ফোনের সিস্টেম ইনফরমেশনে৷ ফিচারস সংক্রান্ত যেসব তথ্য এর আগে ফাঁস হয়েছিল তাঁর মধ্যে অন্যতম ছিল Snapdragon প্রসেসর ও বাজারে সদ্য জনপ্রিয় হওয়া অপারেটিং সিস্টেম Android7.0 Nougat৷ এই তথ্যের উপর ভিত্তি করেই বাজারে শোরগোল পড়েছিল৷
কিন্তু সম্প্রতি সংস্থার পক্ষ থেকে যে ফোনটির কথা জানানো হয়েছে তার সিস্টেম ইনফরমেশনে রয়েছে Qualcomm octa-core প্রসেসর৷ টেকবিশেষজ্ঞদের মতে, যদি সত্যি এমন হয় তাহলে টেকদুনিয়ায় এই ফোন নিয়ে যে উত্তেজনা চলছে তাতে ভাটা পড়বে। কিন্তু এছাড়াও Adreno 505GPU এবং 3GB RAM থাকছে এই ফোনে৷
ক্রেতারা অনেকেই ফোনটিকে নোকিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফোন হিসেবে উল্লেখ করে ফেলেছেন ফোনটি বাজার আসার আগেই৷ কিন্তু শেষ পর্যন্ত কতটা জনপ্রিয় হবে নোকিয়ার এই ফোন তা জানা যাবে ফোনটির অফিসিয়ালি বাজারে আসার পরেই৷
বিডি-প্রতিদিন/৭ অক্টবর, ২০১৬/তাফসীর