যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট অ্যাপলের জন্য আরেকটি সুখবর আসলো। ক্রমবর্ধমান আইফোনের চাহিদার প্রেক্ষিতে এবার ইউরোপের পাঁচ দেশে কোম্পানিটির আইফোনের বিক্রি বেড়েছে। দখল করে নিয়েছে সর্বাধিক আইফোন বিক্রির তকমাটাও।
কনজিউমার রিসার্চ প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ডপ্যানেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশে আইফোন বিক্রি আগের চেয়ে বেড়েছে। বাজারগুলোয় আইফোন ৭ সর্বাধিক বিক্রীত ডিভাইসের তকমা অর্জন করেছে। ২ দশমিক ৪ শতাংশ পয়েন্ট প্রবৃদ্ধি নিয়ে নভেম্বর-জানুয়ারি সময়ে এসব দেশে আইওএস অপারেটিং সিস্টেমের দখল ২২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে পাঁচটি দেশে আইফোন ৭ সর্বাধিক বিক্রীত স্মার্টফোনের খেতাব নিয়েছে, সেগুলো হলো— ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও ব্রিটেন। বাজারগুলোয় অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন বিক্রি বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। নভেম্বর-জানুয়ারি সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত এসব দেশে মোট যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৭৪ দশমিক ৩ শতাংশই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত— যা ৭২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ডিভাইস বিক্রি কিছুটা কমলেও অন্যান্য বাজারে বিক্রি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। কান্তার ওয়ার্ল্ডপ্যানেলের আরো জানিয়েছে, বর্তমানে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আধিপত্য বিস্তার করে আছে।
সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭