যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নারী ও পুরুষ কর্মীদের বেতন বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি মার্কিন শ্রম বিভাগ গুগলের পুরুষ ও নারী কর্মীদের বেতনে অসমতা খুঁজে পাওয়ার তথ্য প্রকাশের পর নিজেদের অবস্থান জানাল প্রতিষ্ঠানটি।
গুগল এক ই-মেইল বিবৃতিতে জানায়, তারা প্রতি বছর কর্মীদের লিঙ্গভিত্তিক বেতন প্রদানের বিষয়টি বিশ্লেষণ করে থাকে এবং সেক্ষেত্রে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি। শ্রম বিভাগের এ ধরনের অভিযোগ আদালতে মোকাবেলা করতে চায় গুগল।
শ্রম বিভাগের একজন আঞ্চলিক পরিচালক জ্যানেট ওয়াইপার বলেন, তারা প্রতিষ্ঠানটির মোট কর্মী বাহিনীর মধ্যে নারী-পুরুষের বেতনে ব্যাপক অসমতা খুঁজে পেয়েছেন। বিষয়টি ঘিরে তদন্ত এখনো সম্পন্ন হয়নি। কিন্তু এরই মধ্যে গুগলের প্রধান কার্যালয়ের নারী কর্মীদের ক্ষেত্রে বেতন বৈষম্যের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়া গেছে। গুগলে এমন বেতন বৈষম্যের বিষয়টিকে সাংঘাতিক বলে উল্লেখ করা হয়েছে।
গত জানুয়ারিতে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করে শ্রম বিভাগ। যেখানে অভিযোগ করা হয়, কর্মীদের ক্ষতিপূরণ-বিষয়ক নথিপত্র পর্যাপ্ত নিরীক্ষা না করা এবং ফেডারেল সরকারকে এ-সংক্রান্ত তথ্য না দিয়ে ব্যবসা করছে গুগল, যা মার্কিন আইনের পরিপন্থী।
সূত্র: ব্লুমবার্গ।