যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বেশ কয়েকটি জায়গায় রোবটের মাধ্যমে খাবার সরবরাহ শুরু করেছে ইয়েল্প ইট২৪ নামের একটি প্রতিষ্ঠান। সেন্সর, ক্যামেরা, জিপিএস ন্যাভিগেশন আর আলট্রাসনিক প্রযুক্তি ব্যবহার করে এসব রোবট গ্রাহকদের ঠিকানায় খাবার পৌঁছে দিয়ে আসে।
জানা গেছে, রোবটগুলো একাই চলাচল করছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে, সেজন্য এখন পর্যন্ত তাদের কার্যক্রম তদারকি করছে একজন রক্তমাংসের মানুষ। তিনি এসব রোবটের পেছনেই থাকেন।
একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা তাদের খাবারের জন্য অর্ডার দেন। এরপর খাবার দোকানের কর্মীরা রোবটে খাবারগুলো তুলে দেয়। রোবট গ্রাহকের ঠিকানা অনুযায়ী খাবার পৌঁছে দেয়। গ্রাহকের বাসায় পৌঁছানোর পর গ্রাহক রোবট থেকে সরবরাহ করা পিন নাম্বার দিয়ে ডালা খুলে খাবারটি তুলে নেন।
সূত্র: সিনেট