চীনে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে পেশাদার ৬ জন মানব পোকার খেলোয়াড়কে হারিয়ে ২৯০০০০ মার্কিন ডলার জিতে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সিস্টেম। নতুন এই এআইটির নাম বলা হচ্ছে ‘লেংপুদাশি’। এর আগের লিব্রাটাস সংস্করণটিও চলতি বছরের শুরুতে পোকার গেমে আরেকবার মানব খেলায়োড়কে হারিয়েছে।
লেংপুদাশি নামের এআইটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক টুয়োমাস স্যান্ডম এবং পিএইচডি শিক্ষার্থী নোয়াম ব্রাউন। এ ব্যাপারে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাউন বলেন, ‘সবাই মনে করেন ব্লাফিং শুধুই মানুষের জন্য। এখন দেখা যাচ্ছে এটি সত্য নয়। অভিজ্ঞতা থেকে একটি কম্পিউটার শিখতে পারে যে তার হাতে যদি দুর্বল কার্ড থাকে তবে এটি ব্লাফ করে আরও বেশি অর্থ পেতে পারে।’
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর খেলাগুলোর চেয়ে পোকার কৌশলগতভাবে অনেক আলাদা। কেননা এআই ভিত্তিক তৈরি অন্য খেলাগুলোতে প্রতিপক্ষের সক্ষমতা সম্পর্কে জানা সম্ভব হয়। যেমন দাবা বা গো খেলা। কিন্তু পোকার খেলায় প্রতিপক্ষের কার্ড সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। এর ফলে ভালো কোনো কার্ড হাতে না থাকলেও প্রতিপক্ষকে ভিন্ন ধারণা দেওয়া যায়। নতুন এআই সিস্টেম এই কৌশলটিও শিখে গেছে।
সূত্র: বিবিসি