সাম্প্রতিক সময়ে নানা কারণে বারবার সমালোচিত হচ্ছে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। আর এরই মধ্যে শুক্রবার ব্লুমবার্গে নিজেদের প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠনটি।
প্রতিবেদনে দেখা গেছে, উবার তাদের রাজস্ব বৃদ্ধিতে পিছিয়ে গেছে। তবে বিক্রি বৃদ্ধি লোকসান ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে গ্রস বুকিং ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। এদিকে, প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা গত বছর ২.৮ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছে। আর এই হিসাব থেকে তাদের চীনের ব্যবসা বাদ দেয়া হয়েছে। কেননা উবার গত বছরের মাঝামাঝি সময় চীনের ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান দিদি চুজিং এর কাছে তাদের চীনের ব্যবসা বিক্রি করে দেয়।
উল্লেখ্য, উবার এখন বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ কোম্পানি। তবে সাম্প্রতিক সময়ে উবারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গোল্ডম্যান স্যাকস গ্রুপ এবং ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সিইও জেফ বেজোস।
সূত্র: সিএনএন, ব্লুমবার্গ