মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার অফিসের পরবর্তী সংস্করণ ‘অফিস ২০১৯’ আগামী ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই বছরের মাঝামাঝি সময়ে এর প্রিভিউও ছাড়া হবে।
মাইক্রোসফট সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, মাইক্রোসফটের ‘অফিস ২০১৯’ সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট এবং স্কাইপ ফর বিজনেস থাকছে।
বর্তমানে মাইক্রোসফটের ‘অফিস ২০১৬’ সংস্করণ চালু রয়েছে, যা প্রায় দুই বছর আগে চালু করা হয়েছে।
এছাড়া চলতি মাসের শুরুর দিকে মাইক্রোসফট টিমস নামে নতুন একটি ফিচার চালু করেছে, যা অফিস ৩৬৫-এর বাণিজ্যিক ও শিক্ষামূলক ব্যবহারকারীদের অতিথির ব্যবহারের সুযোগ থাকবে। ফিচারটি অফিস ৩৬৫ ব্যবহারকারীকে কোম্পানির বাইরে থাকা ব্যক্তিকে টিমে যোগ করার সুযোগ দেবে, যাতে অতিথিরাও চ্যাট কিংবা আলোচনায় যোগ দিতে পারে এবং ডকুমেন্টসহ অন্যান্য বিষয়ে সহায়তা করতে পারে।
বিডিপ্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান