রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ পর্দা নামবে আইসিটি এক্সপো ২০১৭ এর। শুক্রবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি ঝরছে। এ কারণে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর উপস্থিতি ছিল কম। আজ সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হয় মেলা। তাদের অঙ্কনে উঠে আসে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন থিম। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আয়োজিত আইসিটি এক্সপো চলবে রাত ৮টা পর্যন্ত।
মেলায় অংশ নেওয়া আইটি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, এবারের মেলায় খুব কম দর্শনার্থী এসেছে। কারণ হিসেবে দু’দিনের বৃষ্টিকে দায়ী করলেন তারা।
মেলায় অংশ নেওয়া গ্লোবাল ব্র্যান্ডের সেলস ম্যানেজার মিজানুর রহমান বলেন, গতবার আইসিটি মেলা জমজমাট ছিলো। বিক্রি হয়েছিলো ভালো। এবারের মেলায় গত দু’দিন টানা বৃষ্টির কারণে বিক্রি কম হয়েছে। এমনকি দর্শনার্থীও কম।
গত বুধবার শুরু হওয়া তিন দিনব্যাপী মেলায় প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান নেয়। আয়োজক কর্তৃপক্ষ মেলায় দর্শনার্থীদের জন্য ডিজিটাল সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গেমিং, সেলফি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৭/ফারজানা