সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এই মাধ্যমটি। মূলত ছবি শেয়ারিং প্লাটফর্ম হিসেবেই এর খ্যাতি। তারকা থেকে শুরু করে পেশাদার ফটোগ্রাফাররাও ছবি প্রকাশের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন।
আর এ মাধ্যমে সহজে নির্দিষ্ট বিষয়ের ছবি খুঁজে পেতে রয়েছে সার্চিং অপশন। একবার যা সার্চ করা হয় পরবর্তীতে সেই শব্দগুলোই ইনস্টাগ্রামের সার্চবারে বার বার প্রদর্শিত হয়ে থাকে। অনেক সময় এটি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর মনে হতে পারে।তবে ব্যবহারকারীরা চাইলে সহজেই তাদের সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারেন।
কিভাবে কাজটি করতে হবে তা এখানে তুলে ধরা হলো। প্রথমে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে ঢুকে উপরে থাকা সেটিংস অপশনে যেতে হবে। এরপর স্ক্রল ডাউন করলে একদম নিচের দিকে ‘“Clear Search History” নামে একটি অপশন দেখা যাবে।এতে ক্লিক করলে “Yes, I’m Sure” অপশনটি প্রদর্শিত হবে। অপশনটিতে ক্লিক করলেই ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মুছে যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্লাটফর্মেই একই উপায়ে সার্চ হিস্ট্রি মুছে ফেলা যাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ইনস্টাগ্রামে কোনো শব্দ লিখে সার্চ করার সময় নির্দিষ্ট শব্দের উপর নির্ভর করে ডিফল্টভাবে কিছু সাজেশন প্রদর্শিত হয়ে থাকলে সার্চ হিস্ট্রি মুছে ফেলার পরেও ডিফল্ট সাজেশন প্রদর্শিত হবে।
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ই জাহান