সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের টেক্সটভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘এম’-এর কার্যক্রম বন্ধ করতে চলেছে। ১৯ জানুয়ারির পর সেবাটির কার্যক্রম বন্ধ করা হবে।
এতোদিন একটি বোটের মাধ্যমে ফেসবুক ম্যাসেঞ্জারে ‘এম’ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবাটি পাওয়া যেত। প্রায় দুই হাজার ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী এটি ব্যবহার করছে।
২০১৫ সালের আগস্টে ‘এম’ প্রথম চালু করা হয়। চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। এর পরই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবাটির কার্যক্রম বন্ধ করে দেবে ফেসবুক।
বিবৃতিতে ফেসবুক জানায়, অ্যাসিস্ট্যান্ট থেকে মানুষের কী প্রয়োজন এবং তারা কী প্রত্যাশা করেন, তা জানতে ‘এম’ প্রকল্প নেয়া হয়েছিল। এ বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি। ‘এম’-এর পরিবর্তে ভবিষ্যতে বেশিসংখ্যক গ্রাহকের জন্য মানব সমর্থিত অ্যাসিস্ট্যান্ট সেবা চালুর কথা জানিয়েছে ফেসবুক।
বিডিপ্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান