বিশ্বের বহু ভাষায় সম্মিলনে তৈরি উইকিপিডিয়া। ওয়েবভিত্তিক একটি বিশ্বজ্ঞানের তথ্যভান্ডার। প্রায় ২৯৯টি ভাষায় এর কার্যক্রম চলে। এবার পাঠকদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে জিমি ওয়েলস ও ল্যারি স্যাঞ্জারের প্রতিষ্ঠানটি। পেইজ প্রিভিউয়ের সুবিধা চালু করেছে তারা।
উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, ডেক্সটপ ব্যবহারকারীদের জন্যই সুবিধাটি আনা হচ্ছে। ইন্টারলিঙ্ক করা কোনো নামে বা শব্দে মাউস রাখলেই পপ আপ উইন্ডো খুলে যাবে। এতে সেই পেইজের কিছু লাইন আলাদা করে আগেই দেখে নেওয়া যাবে। তাই মূল পেইজটিতে না গিয়েও গুরুত্বপূর্ণ কিছু লাইন দেখে নেওয়া যাবে।
অনেক সময়ই উইকিপিডিয়ার আর্টিকেল পড়তে পড়তে এমন কিছু লিঙ্কে ক্লিক করতে হয় যা তথ্য খোঁজার ক্ষেত্রে সহায়ক হয় না। নতুন পেইজ প্রিভিউ দেখে এ সমস্যা এড়ানো যাবে।
উইকিমিডিয়া জানিয়েছে, প্রতিটি পাঠক উইকিপিডিয়া ওয়েবসাইটটটি নেভিগেট করার সময় আরও অনেক পেইজে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন। এখন থেকে অল্প কিছু পেইজের লিঙ্কে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান