অ্যাপলের নিজস্ব ফোন আইফোনের ডিজাইন নকল করায় স্যামসাংয়ের ৫৩৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার এক বিচারক এ নির্দেশ দিয়েছেন।
ডিজাইন নকল করায় অ্যাপল ১ বিলিয়ন ডলার চেয়েছিল। আর দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ২৮ মিলিয়ন ডলার দিতে রাজি ছিল।
শুধু নকশা নয়, আইফোনের ফ্রন্ট ফেসিং রিম, আইওএসের হোম স্ক্রিনের নকশাও নকল করেছে স্যামসাং। এ জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ২০১১ সালে মামলা করে অ্যাপল।২০১২-তে যা কমে হয়েছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র: ইউএসএ টুডে
বিডি প্রতিদিন/ফারজানা