জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কাছ থেকে বড় বিনিয়োগ পেতে যাচ্ছে
অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার।চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ির ক্ষেত্রে এ বিনিয়োগ করবে টয়োটা। যার পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। এ ব্যাপারে উবার ও টয়োটার মধ্যে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
আর এই চালকবিহীন গাড়িগুলো সংযুক্ত করা হবে উবারের নেটওয়ার্কে। ফলে উবারের নেটওয়ার্কের মাধ্যমে ‘অটো ড্রাইভিং মুডে’ চালক ছাড়াই এসব গাড়ি যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেবে। অল্প দিনের মাঝেই এই স্বয়ংক্রিয় গাড়িগুলোর বেশ বড় ধরনের উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে টয়োটার এক মুখপাত্র।
সিনা মিনিভ্যান মডেলের গাড়িগুলোতে আপাতত পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি শুরু হবে। আর তা বাজারে আসবে ২০২১ সাল নাগাদ।
টয়োটা কোম্পানির এক্সিকিউটিভ সেইজেকি টমোয়ামা বলেন, ‘উবারের সঙ্গে এই ধরনের চুক্তি পরিবহন ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এতে ঝুঁকিও কম থাকবে বলে আশাবাদ তার। বর্তমানে সারাবিশ্বে মোট ৫৮টি দেশে উবারের কার্যক্রম চলছে এবং কোম্পানিটির মূল্য ৭২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
তবে চলতি বছর মার্চে নর্থ আমেরিকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া উবারের চালকবিহীন গাড়ি সেবায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৪৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এই দুর্ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় চালক সেবা বন্ধ করে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ই-জাহান