দেশের মোবাইল মার্কেটে সাড়া ফেলেছে ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’। অনলাইনের পরে এবার অফলাইনেও বাজারের ছাড়ার একদিনের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ বিক্রি হয়ে গেছে। গত ৫ আগস্ট বাংলাদেশের বাজারে অনলাইনে লঞ্চের মাধ্যমে বাজারে ছাড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ বিক্রি হয়ে যায়।
দারাজ-এর অনলাইন বিক্রির ক্ষেত্রে রেকর্ডও তৈরি করেছে নতুন এ স্মার্টফোনটি। এরপর ১২ আগস্ট অফলাইনে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সারাদেশে বাজারে নিয়ে আসে হয়েছে। গ্রামীণ ডিস্ট্রিবিউশনের এবং ইনফিনিক্স বাংলাদেশের হট ৯ প্লে সেলিব্রেটিং অনুষ্ঠানে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের জেনারেল ম্যানেজার জহুরুল হক বিপ্লব, এজিএম মো. সিরাজুল হক, ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির, ব্রান্ড ম্যানেজার সাইফ মো. ইমরান খান, রিজিওনাল সেলস ম্যানেজার হাসান মাহমুদ শাকিল ও মো. মনজুর হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইনফিনিক্স নতুন সংস্করণ শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারিসহ আকর্ষণীয় ডিজাইনের ৬.৮২ ইঞ্চি এইচডি সিনেমেটিক ডিসপ্লের ইনফিনিক্স ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি দুটি সংস্করণে ছাড়া হয়। বাংলাদেশের বাজারে ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটি মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় এবং ২ জিবি/৩২ জিবির সংস্করণটি মাত্র ৭ হাজার ৯৯০ টাকায় ভায়োলেট, ওশান ওয়েভ, কোয়েটজল সায়ান ও মিডনাইট ব্ল্যাক এ চারটি রংয়ে পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আরাফাত/শফিক