পরিবেশের সুরক্ষায় কাজ করা ১৬ কোম্পানিকে ৭৯১ মিলিয়ন ডলার দিচ্ছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সোমবার তিনি এ ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রামে। বেজোস আর্থ ফান্ডের অংশ হিসেবে এ অর্থ প্রদান করা হচ্ছে।
আমাজনের প্রধান নির্বাহী বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় বিজ্ঞানী, কর্মী, বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোকে মোট ১০ বিলিয়ন ডলার প্রদান করবেন। এ তহবিল সেই পরিকল্পনারই একটি অংশ।
পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসার বিষয়ে জেফ বেজোস বলেছেন, পরিবেশের সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যা করছে তাতে আমি উৎসাহিত হয়েছি। তাদের সহায়তায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
বিডি প্রতিদিন/ফারজানা