খুশি কাপুরকে প্রায়শই গাঢ় লাল ঠোঁটে দেখা যায়। যা বরাবই নেটিজেনদের বেশ আকর্ষিত করে। সত্যি বলতে, রঙিন জীবন গড়তে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। সামান্য একটু লিপস্টিকই বদলে দেবে লুক। তাই নিজের লিপস্টিকের ভান্ডার হাতড়ে দেখুন কিছু বিশেষ রং আছে কি না! থাকলে তো কথাই নেই, পালটে নিন লুক।
খুশি কাপুরের মতো রঙিন আবহে ঠোঁট রাঙাতে সবার আগে আপনার ত্বক প্রস্তুত করে নিতে হবে। একটি পরিষ্কার শুকনো টাওয়েল মুখ দিয়ে শুরু করতে পারেন। তার পরে আলতো করে একটি ময়েশ্চারাইজার ম্যাসাজ করুন। পরে ব্রাইট প্রাইমার লাগান এবং ঠোঁটে কিছুটা লিপ বাম লাগান। এরপরে একটি ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করে মুখের ওপর হালকা ফাউন্ডেশন লাগান। আপনার সৌন্দর্য স্পঞ্জকে একটি সেটিং স্প্রে দিয়ে মিস্ট করুন এবং দ্বিতীয় ত্বকের মতো ফিনিস দেওয়ার জন্য আলতো করে ফাউন্ডেশনটি ব্লেন্ড করুন। পরে কোনো জায়গায় কভারেজ প্রয়োজন সেখানে ক্রিমি কনসিলার ট্যাপ করুন। আবার ব্লেন্ড করুন।
খুশির মতো নিখুঁত ভ্রু পেতে একটি ভ্রু পেন্সিল ব্যবহার করুন। চুলগুলোকে ওপরের দিকে ঠেলে দিন এবং একটি পরিষ্কার ভ্রু জেল দিয়ে ভ্রু সেট করুন। ১০ সেকেন্ডের জন্য একটি ব্লো ড্রায়ারের নিচে আলতো করে একটি আইল্যাশ কার্লার গরম করুন এবং তারপরে এটি পাপড়ি কার্ল করতে ব্যবহার করুন। যা কার্লকে আরও ভালো ধরে রাখবে। আপনার লিডের ওপর পাতলা উইং আঁকতে লিকুইড লাইনার ব্যবহার করুন। লম্বাকরণ মাসকারার একাধিক কোট দিয়ে শেষ করুন। পরে আঙুল ব্যবহার করে গালের হাড়ের ওপর লিকুইড হাইলাইটার লাগান এবং এটি ত্বকে ট্যাপ করুন। পরে বড় ফ্লাফি ব্রাশ ব্যবহার করে এর ওপর পাউডার হাইলাইটার ঝাড়ুন। ভালো পাউটের জন্য, লাল লিপ পেন্সিল দিয়ে ঠোঁট লাইনিং করুন। রং দিয়ে পূরণ করুন। পরে ঠোঁটে একটি টিস্যু ড্যাব করুন এবং কিছুটা গ্লস যোগ করুন। মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে স্প্রিটজ করুন।