দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা।
যাত্রার শুরু থেকেই এয়ার এ্যাস্ট্রা বাংলাদেশে বিমান পরিবহনে নতুন মাত্রা যোগ করেছে, নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টির নতুন মানদণ্ড স্থাপন করেছে।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এয়ার এ্যাস্ট্রা তার যাত্রীদের জন্য ইন-ফ্লাইট উদযাপন আয়োজন করে। এয়ারলাইনটি ইন-ফ্লাইটে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী পলাশ নূরের লাইভ মিউজিক এবং তরুণ ও প্রতিভাবান জাদুকর ম্যাজিক রাজিকের জাদু প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের সাথে বর্ষপূর্তি উদযাপন করে।
এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য এয়ার এ্যাস্ট্রা ক্রমাগত তাদের অন-টাইম পারফরমেন্স উন্নত করেছে, পাশাপাশি এয়ারক্রাফট এর সংখ্যাও বৃদ্ধি করেছে এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অর্বিট’ এবং ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘সেলেস্টার’ চালু করেছে। স্বীকৃতি হিসেবে এয়ার এ্যাস্ট্রা এরইমধ্যে আইওএসএ নিবন্ধন অর্জন করেছে এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ আইএটিএ সদস্য এয়ারলাইন হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত