মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এই বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে সেমিনারে বিজ্ঞানের বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। বিজ্ঞান বিষয়ক সংগঠন "আনন্দময় বিজ্ঞান জগৎ" এর ৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে।
শনিবার সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলমান এই ইভেন্টটিতে বিজ্ঞানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালিত হয়েছে। এর মাঝে দুপুর ৩ টার দিকে আয়োজিত সেমিনারে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ নানা চিত্র তুলে ধরেন জনপ্রিয় বিজ্ঞান বক্তা আসিফ হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক এবং বিজ্ঞান লেখক ফারসীম মান্নান মোহাম্মদী।
এই বিজ্ঞান উৎসবটিতে আরও উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার রনি, শিল্পী ইকবাল সুমন, লেখক খালেদা ইয়াসমিন ইতি, সাইন্স ফিকশন লেখক ও সমকালের সাংবাদিক শরিফ উদ্দিন সবুজ, নির্মাতা নির্দেশ সি দত্ত এবং রুমকি রুশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম