সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকায় ট্রাকচাপায় সাথী রানী দাস (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত সাথী সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের বিজয় দাসের স্ত্রী।
কান্দুবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি স্বামী ও সন্তান নিয়ে জাফলং মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কান্দুবস্তি এলাকায় পাথর শ্রমিকের কাজ করছিলেন সাথী। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৯০২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন