ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামার আগে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের বাইরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে থামার আগেই নামার চেষ্টা করেন ওই যাত্রী। তখন পা পিছলে নিচে পড়ে গেলে তিনি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, সাবধানতাবশত টেন থেকে নামতে গিয়ে ওই যাত্রী কাটা পড়ে মারা গেছেন।
বিডিপ্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৮/হিমেল/ ই জাহান